ঢাকা রবিবার, ১১ মে, ২০২৫

মিষ্টিমুখ করে পাকিস্তানিদের উল্লাস

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৯:৪৭ পিএম

যুদ্ধবিরতির খবরকে স্বস্তি ও আনন্দের সঙ্গে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের নাগরিকরা। ভারতের সঙ্গে যুদ্ধবিরতিকে বিজয় হিসেবে দেখছেন তারা। তাই বিজয় মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবিরতির খবর জানানোর সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে উঠেছে পুরো পাকিস্তান। স্বস্তি প্রকাশ করেছেন ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের বাসিন্দারাও।

শনিবার (১০ মে) যুদ্ধবিরতির খবরের পর পরই ‘পাকিস্তান দীর্ঘজীবী হোক’ স্লোগান দিয়ে উল্লাস করেন তারা। এছাড়ও মিষ্টি মুখ করে ‘বিজয় মিছিল’ করছেন কেউ কেউ। কয়েকদিনের উত্তেজনার পর এটিকে জাতীয় গর্ব ও স্বস্তির মুহূর্ত বলে অভিহিত করেছেন পাকিস্তানিরা।

লাহোর শহরের যুবক মোহাম্মদ ফাতেহ বলেন, ‘আজ পাকিস্তানের জন্য একটা বড় দিন। আমাদের বাহিনী শক্তির সঙ্গে জবাব দিয়েছে, এবং ভারতের যুদ্ধবিরতিতে সম্মত হওয়া ছাড়া আর কোন উপায় ছিল না।’

ইসলামাবাদের গৃহিণী জুবাইদা বিবি (৪৫) যুদ্ধবিরতির পর আনন্দ প্রকাশ করে বলেন, ‘যুদ্ধ শুধু দুঃখ-কষ্ট বয়ে আনে। আমরা খুশি যে শান্তি ফিরে আসছে। আমার কাছে এটা ঈদের মতো লাগছে। আমরা জিতেছি।’

পাকিস্তান-শাসিত কাশ্মীরের রাজধানী মুজাফ্ফরবাদের বাসিন্দারাও যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, আমরা আশা করছি সেখানে দীর্ঘদিনের প্রত্যাশিত শান্তি বয়ে আনবে এবং সংঘাতের পুনরাবৃত্তি হবে না।

জুলফিকার আলী নামে একজন বাসিন্দা বলেন, ‘আমাদের জন্য শান্তি মানে বেঁচে থাকা। আমরা যথেষ্ট কষ্ট ভোগ করেছি। আমি খুশি যে পাকিস্তান ও ভারত উভয়ই একটি বুদ্ধিমান সিদ্ধান্ত নিয়েছে।’