ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫

সর্বস্ব হারিয়ে জুয়া না খেলার প্রতিজ্ঞায় দুধ দিয়ে গোসল

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৫:৪৩ পিএম
স্থানীয়রা সাগর হোসেনকে দুধ দিয়ে গোসল করান। ছবি- রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ‘ওয়ান এক্স বেট’ ও ‘গ্লোরি ক্যাসিনো’ নামের দুইটি অনলাইন প্ল্যাটফর্মে জুয়া খেলতে গিয়ে সাগর হোসেন নামের এক যুবক সর্বস্ব হারিয়েছেন। ১০ কেজি দুধ দিয়ে গোসল করে ঘোষণা দিয়েছেন আর কখনো জুয়া খেলবেন না তিনি। 

শুক্রবার (০৯ মে) রাতে উপজেলার পান্টি ইউনিয়নের গোলাবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।

সাগর হোসেন ওই এলাকার চাঁদ আলীর ছেলে।      

দুধ দিয়ে গোসল করার ১ মিনিট ৫০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতোমধ্যে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, স্থানীয়রা সাগরের মাথায় দুধ ঢালছেন।

ভিডিওতে তিনি বলেন ‘আমি এক সময় বিলাসী জীবন যাপন করতাম, আমার নিজস্ব শোরুম ছিল, বাড়ি ছিল। মোবাইলে অনলাইন জুয়া খেলে আমি সর্বস্ব হারিয়েছি। আপনারা শিক্ষা নিন, কেউ জুয়া খেলবেন না।’
 
স্থানীয় সূত্রে জানা যায়, সাগরের মোটরসাইকেলের শোরুম, নিজস্ব দামি মোটরসাইকেল ও আধাপাকা বাড়ি ছিল। মাত্র এক বছরে অনলাইনে জুয়া খেলে তিনি সব হারিয়েছেন। জুয়া খেলতে গিয়ে সব হারিয়ে সুদে টাকা নেন তিনি। সুদের টাকা দিতে সবকিছু বিক্রি করেও প্রায় সাড়ে তিন লাখ টাকা দেনায় পড়ে যান। হতাশায় তিনি আত্মহত্যারও চেষ্টা করেন। পরে স্থানীয়রা বুঝতে পেরে দুধ দিয়ে গোসল করান এবং এসব জুয়া না খেলতে তাকে তওবা পড়ান। 

স্থায়ীনরা আরও জানান, এই অনলাইন জুয়ার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ বিষয়ে কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, এই ব্যাপারে এখনো কোন অভিযোগ পায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।