ঢাকা রবিবার, ১১ মে, ২০২৫

শাহবাগে ফাঁসিতে ঝুলছে শেখ হাসিনা কুশপুত্তলিকা

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৭:৩৪ পিএম
‘জাগ্রত জুলাই’ প্লাটফর্মের প্রতিকৃতি প্রদর্শনে ফাঁসিতে ঝুলছে শেখ হাসিনা কুশপুত্তলিকা। ছবি- সংগৃহীত

রাজধানীর শাহবাগে ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসিতে ঝোলানো একটি প্রতিকৃতি প্রদর্শন করেছে ‘জাগ্রত জুলাই’ নামের একটি প্লাটফর্ম।

শনিবার (১০ মে) শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে একটি গাড়িতে ফাঁসিতে ঝোলানো এ প্রতিকৃতি দেখা গেছে। এছাড়া ওই গাড়িতে জুলাই সম্পর্কিত বিভিন্ন লেখা সংবলিত পোস্টারও  দেখা গেছে।

পোস্টারগুলোতে লেখা আছে, ‘লাল জুলাইয়ের চেতনা, মলিন হতে দিব না’, ‘ডাইনি বুড়ির বাহিনী, করিস না আর কাহিনি’, ‘আওয়াজ তোলো- তোলো রব, আগে বিচার পরে সব’- ইত্যাদি।

এ সময় ‘জাগ্রত জুলাই’ প্লাটফর্মটি তিন দফা দাবি জানিয়েছে। দাবিগুলো হচ্ছে- ১) দল হিসেবে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা। ২) জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি দেওয়া এবং জুলাই গণহত্যা। ৩) শাপলা গণহত্যাসহ আওয়ামী লীগের সব অপকর্মের বিচার করা।