ভোলার চরফ্যাশনে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা দিয়ে উপজেলা আ. লীগের তিন তলা ভবন দখল করে নিজেদের সাইনবোর্ড ঝুলিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় নেতা কর্মীরা। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নিন্দার ঝড়।
শনিবার (১০ মে) দুপরে চরফ্যাশন পৌর সদরের কলেজ রোডে অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয় দখল করা হয়।
স্থানীয়রা জানান, সরকারের পতনের পর আন্দোলনের তোপে চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে পুড়িয়ে দেয়া হয়। লুটে নেয়া হয় প্রয়োজনীয় আসবাবপত্র। এরপর থেকে পরিত্যক্ত পড়েছিলো আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি।
সরজমিনে গিয়ে দেখা যায়, আওয়ামী লীগের তিন তলা ভবন দখল নিয়ে আ. লীগকে নিষিদ্ধের দাবীতে সভা করছেন এনসিপির নেতারা। এছাড়া ভবনের ছাদে মাইক টাঙিয়ে চালানো হচ্ছে এনসিপির প্রচার প্রচারণা।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক মুক্তিযোদ্ধা আক্ষেপ করে বলেন, আওয়ামী লীগ স্বাধীনতার দল। স্বাধীনতার ৫৪ বছরে এই প্রথম কোন দলের নেতাকর্মীরা আওয়ামী লীগ অফিস দখল করে নিজেদের দলীয় কার্যক্রম করছেন। এটা বাংলাদেশের ইতিহাসে নজির বিহীন ও নেক্কারজনক ঘটনা।
এনসিপির চরফ্যাশন উপজেলার প্রতিনিধি দাবি করে অহিদ ফয়সাল বলেন, এনসিপির দলীয় কার্যক্রম পরিচালনার জন্য চরফ্যাশন উপজেলার এনসিপির নেতা আমজাত হাবিব, নুরে আলম নাসিম, শরিফ হোসাইন ও মো. শাহাবুদ্দিনকে সঙ্গে নিয়ে তারা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় দখল নিয়েছেন। এখন থেকে চরফ্যাশনে এনসিপির দলীয় সকল কার্যক্রম এখান থেকেই পরিচালিত হবে।