কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় চট্টগ্রামমুখী যাত্রীবাহী মারছা বাস ও কক্সবাজারমুখী প্রাইভেট নোহা গাড়ির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে ঘটনাস্থলে দুইজন নিহত হন। আহতদের সেনাবাহিনী ও স্থানীয়রা উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলে পথে ও হাসপাতালে আরও তিনজন মারা যান।
নিহতদের মধ্যে চারজন নারী ও একজন শিশু রয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
চকরিয়া মালমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান নিহত পাঁচজনের তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করা হচ্ছে এবং দুর্ঘটনায় জড়িত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।


