বগুড়ার শাজাহানপুরে মোফাজ্জল হোসেন মোফা (৫২) নামের এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে তিনি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন এবং এরপর থেকে নিখোঁজ ছিলেন।
পুলিশ জানিয়েছে, বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ফুলদীঘি এলাকার প্রথম বাইপাস মহাসড়ক সংলগ্ন তুঁত বাগানের ধারে তার মরদেহ পাওয়া যায়।
নিহত মোফাজ্জল হোসেন শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি গ্রামের মোবারক আলীর ছেলে এবং পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে মরদেহ রাস্তার পাশে তুঁত বাগানে দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
মরদেহের গলায় অর্ধেক কাটা চিহ্ন এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতের কোনো এক সময়ে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অটোরিকশাটিরও কোনো সন্ধান মেলেনি। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত করছে।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক বিষয়টি নিশ্চিত করে জানান, ‘তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।’


