ঢাকা বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫

রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ০৩:৪৯ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ লাইন্স কনফারেন্স রুমে বুধবার (৫ নভেম্বর) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার (এসপি) ড. এস. এম. ফরহাদ হোসেন। সভার সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দীন চৌধুরী।

সভায় বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও ফোর্স সদস্যরা পুলিশ সুপারের কাছে তাদের নানাবিধ সমস্যা, দাবি ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে সেসব বক্তব্য শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সমাধানের নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালন করলে পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।

সভায় পুলিশ সুপার উপস্থিতদের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষা, দায়িত্ব পালনে সতর্কতা এবং বুদ্ধিমত্তার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।