মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পক্ষ থেকে বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত পৌনে ৪ লাখ শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের বেতনের সরকারি আদেশ (জিও) জারি হয়েছে। এরপর বেতন-ভাতার সিট বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকে চেক হস্তান্তর সম্পন্ন হলে সংশ্লিষ্ট শিক্ষকদের ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা জমা হবে বলে জানা গেছে।
বুধবার (৫ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল সূত্র থেকে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ বুধবার সন্ধ্যায় শিক্ষক-কর্মচারীরা অক্টোবর মাসের বেতন-ভাতা পেতে পারেন। কোনো কারণে আজ না পেলে আগামীকাল বৃহস্পতিবার তারা বেতন-ভাতা পাবেন।
জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠানো হয়।
উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও দ্রুত ও স্বচ্ছ হচ্ছে।

