ঢাকা বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫

ঐতিহাসিক নির্বাচনে নিজস্ব সক্ষমতায় লড়বে এনসিপি: সামান্তা শারমিন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ০৬:৫৪ পিএম
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। ছবি- সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

সামান্তা শারমিন তার ফেসবুক পাতায় লিখেছেন, ‘এই ঐতিহাসিক নির্বাচন এনসিপি নিজস্ব সক্ষমতায় লড়বে। কোনো সমঝোতা করা হবে না। ইনকিলাব জিন্দাবাদ।’

এর আগে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার লক্ষ্য আমাদের। তবে যারা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা কিছু আসনে প্রার্থী দেব না—যেমনটা বেগম খালেদা জিয়ার আসনের ক্ষেত্রে কথা উঠেছে।’

তিনি আরও জানান, ‘আমরা দেখি যাদের টাকা আছে, যাদের গডফাদারগিরি আছে তারা নির্বাচনে দাঁড়ায়। আমরা এই সংস্কৃতিকে চ্যালেঞ্জ করতে চাই। আমরা গ্রহণযোগ্য মানুষ, খেটে খাওয়া মানুষ, শিক্ষক, ইমাম, সামাজিক নেতৃবৃন্দদের জনপ্রতিনিধি হিসেবে সংসদে দেখতে চাই।’

তার কথা ধরে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাও। তিনি লিখেছেন, ‘নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি।’

এনসিপি রাজনীতিতে আসার পর থেকেই একাধিক জোটে যাওয়ার গুঞ্জন ছিল। সে গুঞ্জন প্রবল হয়েছে শেষ কিছু দিনে। তবে সেসব গুঞ্জনও উড়িয়ে দেননি নাহিদ। তিনি বলেন, ‘সমঝোতা বা জোটের বিষয়টি কেবল আদর্শিক অবস্থান থেকে হতে পারে। জুলাই সনদে আমাদের যে সংস্কারের দাবিগুলো রয়েছে, কোনো দল যদি সেই দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে, তখন আমরা জোটে যাওয়ার বিষয়ে ভাবব।’