ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে (ইসি) ১৮ দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (৫ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে জামায়াতের প্রতিনিধি দল।
বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, গণভোট হলে জুলাই সনদের আদেশ কার্যকর করা সহজ হবে। একই দিনে গণভোট আয়োজন করলে ভোট ইগনোরেবল হয়ে যেতে পারে। কমভোটে গণভোট করলে টালবাহানা হওয়ার সম্ভাবনা থাকে। তাই পাতানো ফাঁদে পা দেওয়ার সুযোগ নেই।
নির্বাচনি জোট বিষয়ে আযাদ জানান, জোট নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নির্বাচনের মৌলিক বিষয়গুলো সমাধান হলে জোটের সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি উল্লেখ করেন, জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি করার আহ্বান জানিয়ে আটটি সমমনা দলের সঙ্গে হওয়া ঐক্যকে জোট নয়, বরং যুগপৎ আন্দোলন বলা যায়।
এ সময় বৈঠকে প্রবাসীদের ভোট অধিকার নিয়েও সংশয় প্রকাশ করে জামায়াত। আযাদ বলেন, ‘আগামী নির্বাচনে সুন্দর ও নিরাপদ পরিবেশ চাই আমরা। দাবি আদায় না হলে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন চলমান থাকবে।’
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণভোট আয়োজনে ইসিকে নির্দেশনা দিতে হবে।


