ঢাকা বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ০৬:৩৬ পিএম
গুলিবিদ্ধ সংসদ সদস্যপ্রার্থী এরশাদ উল্লাহ।

চট্টগ্রামে নির্বাচনি প্রচারণার সময় চট্টগ্রাম-৮ (বোয়ালখালী–চান্দগাঁও) আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। তিনি মহানগর বিএনপির আহ্বায়ক।

বুধবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর বায়েজিদ–বস্তামী থানার চাইলত্যাতলী এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ প্রার্থীকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চট্টগ্রামের বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কামুক্ত। একই ঘটনায় সরওয়ার বাবলা নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন; তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

  গুলিবিদ্ধ বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ মাটিকে পড়ে আছেন। ছবি- রূপালী বাংলাদেশ

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ব্যক্তি হঠাৎ ঘটনাস্থলে এসে সরওয়ার বাবলার বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি চালান, ফলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় সরোবারকে লক্ষ্য করে গুলি চালানোর সময় এরশাদ উল্লাহর পায়ে গুলি লাগে।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম জানান, ‘এরশাদ উল্লাহর নির্বাচনি প্রচারণায় হামলার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে এবং তদন্ত চলছে।’

পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব বিরোধের জের ধরে কারাগারে থাকা শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’ গ্রুপের সদস্যরা সরওয়ার বাবলাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। এতে বিএনপি প্রার্থীও আহত হয়েছেন।