বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচন আগামী এক মাসের মধ্যে করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা।
সোমবার (৪ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারের তলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ আন্দোলন, সংগ্রাম এবং শহীদ আবু সাঈদের আত্মত্যাগের মধ্য দিয়ে গত ২৮ অক্টোবর ব্রাকসু চূড়ান্তভাবে গেজেট আকারে প্রকাশিত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছিল, গেজেট পাওয়ার ৩০ অক্টোবরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু গেজেট প্রকাশে বিলম্বের কারণে নির্বাচন পিছিয়ে যায়।
তারা আরও জানান, গেজেট প্রকাশের পর উপাচার্য নিশ্চিত করেছেন, চলতি বছরেই ব্রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আজকের সিন্ডিকেট সভায় নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু শিক্ষার্থীরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছেন যে, বিশ্ববিদ্যালয়ের কিছু মহল ব্রাকসু আইন সংশোধনের অজুহাতে নির্বাচন বিলম্বিত বা বানচালের চেষ্টা করছে।
শিক্ষার্থীরা বলেন, ‘আইনটি শতভাগ নিখুঁত না হলেও তা নির্বাচনের অন্তরায় নয়। প্রয়োজন হলে পরবর্তীতে সংশোধন করা যেতে পারে। তাই অবিলম্বে নির্বাচন কমিশন গঠন ও তপশিল ঘোষণা করে আগামী এক মাসের মধ্যে ব্রাকসু নির্বাচন সম্পন্ন করার দাবি জানাই।’
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে জানান, দাবি আদায় না হলে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।
উল্লেখ্য, ব্রাকসু নির্বাচনসংক্রান্ত জরুরি সিন্ডিকেট সভা বর্তমানে চলমান এবং শিক্ষার্থীরা সিদ্ধান্তের অপেক্ষায়।


