ঢাকা বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫

নেত্রকোনায় পৃথক অভিযানে ৬৫ বোতল ভারতীয় মদ জব্দ

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ০৩:০৪ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে বিজিবি পৃথক অভিযান চালিয়ে ৬৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। তবে মাদক পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বুধবার (৫ নভেম্বর) সকালে বিজিবি থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- রাত ১টার দিকে সীমান্তের লেংগুরা ইউনিয়নের পশ্চিম লেংগুরায় অভিযান চালিয়ে ৪১ বোতল মালিকবিহীন ভারতীয় মদ এমসি ডুয়েলস জব্দ করা হয়।

এছাড়া খারনৈ ইউনিয়নের বনবেড়া এলাকায় ভোরে অভিযান চালিয়ে এসি ব্ল্যাক ১২ বোতল এবং আইস ভদকা ১২ বোতল জব্দ করা হয়।

নেত্রকোনা ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে। জব্দকৃত মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হবে। এছাড়া সীমান্তে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।