ঢাকা বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫

আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে আইনের পূর্ণ ব্যবহার হবে: প্রেস সচিব

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ০৫:৫৪ পিএম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি- সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো কর্মসূচিতে আইনের পূর্ণ ব্যবহার করা হবে বলে সতর্ক করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (৫ নভেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেছেন, ‘শেখ হাসিনা ঢাকার কসাই; আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ। যারা ঝটিকা মিছিল বা সভা-সমাবেশ করতে চাইবেন, তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ব্যবহার করা হবে। যারা মিছিল করবেন বা মিটিং করবেন, তাদের বিরুদ্ধে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে। আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যকে সে নির্দেশনাই দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, শেখ হাসিনা পাশের দেশে বসে কী করছেন, তা পর্যবেক্ষণ করছে সরকার। শত শত মানুষকে হত্যা করায় শেখ হাসিনাকে ‘বুচার অব বেঙ্গল’ বলে অভিহিত করা হয়েছে। নিষিদ্ধ দল আওয়ামী লীগ আইসিটিসহ সব জায়গায় নিষিদ্ধ। হাসিনার উসকানিতে যারা মিছিল-মিটিংয়ের মতো কার্যক্রমে অংশ নেবেন, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।