ঢাকা বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫

ভুয়া এনআইডি দিয়ে পাসপোর্ট করতে এসে ধরা দুই রোহিঙ্গা

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ০৩:১৩ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে পাসপোর্ট করতে এসে দুই নারী রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। পরে তাদের চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

আটকরা হলেন- কক্সবাজার কুতুপালংয়ের ২ নম্বর ক্যাম্পের ই-১১ ব্লকের বাসিন্দা সুবাইরা (১৮) ও জুহুরা বেগম (৩৫)। বুধবার (৫ নভেম্বর) ভোরে পুলিশের সহায়তায় তাদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

পাসপোর্ট অফিসের উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন জানান, দুই নারী স্থানীয় যুবক দালাল সোহাগের মাধ্যমে চাঁদপুরে পাসপোর্ট করতে এসেছিলেন। তারা চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঠিকানা ব্যবহার করে ভুয়া আইডি দেখিয়েছিলেন।

আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা উত্তম সাহা বলেন, আবেদনের মাধ্যমে রোহিঙ্গাদের চিহ্নিত করা কঠিন, তবে চেহারা ও ভাষার মাধ্যমে সন্দেহভাজনদের শনাক্ত করা সম্ভব।

উপ-পরিচালক মো. মাহবুবুর রহমান বলেন, এসবি ক্লিয়ারেন্স বন্ধ হওয়ায় অফিসে আরও সতর্ক থাকতে হচ্ছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, আটক দুই নারী বৈধভাবে ক্যাম্পে থাকায় তাদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। সেখানে ক্যাম্প প্রধান আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন।