আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। এবারের দ্বাদশ আসরে অংশ নিচ্ছে মাত্র পাঁচটি ফ্র্যাঞ্চাইজি।
গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) গুলশানের নাভানা টাওয়ারে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভর্নিং কাউন্সিলের সভায় নতুন দলগুলো চূড়ান্ত করা হয়েছে।
সভা শেষে সংবাদ সম্মেলনে গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, চ্যাম্পিয়ন স্পোর্টসের ঢাকা ক্যাপিটাল, ট্রায়াঙ্গল সার্ভিসের চট্টগ্রাম, টগি স্পোর্টস লিমিটেডের রংপুর রাইডার্স, নাবিল গ্রুপ অব ইন্ড্রস্ট্রিজের রাজশাহী এবং জগলু অ্যান্ড ক্রিকেট উইদ সামির সিলেট ফ্র্যাঞ্চাইজিই আগামী পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছে।
বিপিএলে ফ্র্যাঞ্চাইজির জন্য মোট ১১টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় তিনটি প্রতিষ্ঠান বাদ পড়েছে। বাদ পড়া প্রতিষ্ঠানগুলো হলো এসকিউ স্পোর্টসের চিটাগং কিংস, বাংলা মার্কের নোয়াখালী এবং মাইন্ড ট্রি লিমিটেডের খুলনা টাইগার্স। এই প্রতিষ্ঠানগুলো এক্সপ্রেস অব ইন্টারেস্ট (ইওআই)-এর শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় তাদেরকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।
চূড়ান্ত যাচাই-বাছাই শেষে বাকি আট দলের মধ্য থেকে পাঁচটিকে ফ্র্যাঞ্চাইজি হিসেবে বেছে নেওয়া হয়েছে। বিসিবির সহসভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য শাখাওয়াত হোসেন জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজি মনোনয়নের ক্ষেত্রে তিনটি বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে আর্থিক সক্ষমতা, সততা এবং উদ্দেশ্য-লক্ষ্য।
তিনি বলেন, সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পাঁচটি দল বেছে নেওয়া হয়েছে এবং নির্বাচিত ফ্র্যাঞ্চাইজিগুলোকে একটি স্থায়ী নাম দেওয়া হবে।
নির্বাচিত ফ্র্যাঞ্চাইজিগুলোকে আগামী পাঁচ দিনের মধ্যে প্রতি দল ১০ কোটি টাকার ব্যাংক জামানত দিতে হবে, যা ছয় মাসের জন্য কার্যকর থাকবে। এবারের বিপিএল প্রথমবারের মতো পাঁচটি দল নিয়ে অনুষ্ঠিত হবে। সময় স্বল্পতার কারণে টুর্নামেন্টের আকার ছোট রাখা হয়েছে। এই বছরের লিগ শুরুর সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে ১৯ ডিসেম্বর থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত। তবে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর।
দল সংখ্যা কমায় এবারের বিপিএলে ম্যাচের সংখ্যাও কম হবে। পূর্ববর্তী ফরম্যাট অনুযায়ী লিগ পর্বে ২০টি ম্যাচ অনুষ্ঠিত হতো এবং সুপার ফোরে চারটি ম্যাচ থাকতো। এবারের লিগে ম্যাচের সংখ্যা কম হওয়ায় টিকিট বিক্রি, টেলিভিশন রাইটস এবং গ্রাউন্ড রাইট থেকে ফ্র্যাঞ্চাইজির লভ্যাংশ আগের তুলনায় কম হতে পারে।
নতুন পরিকল্পনা ও কম দল নিয়ে অনুষ্ঠিত এই দ্বাদশ বিপিএল হবে খেলোয়াড় ও দর্শকদের জন্য ভিন্ন এক অভিজ্ঞতা। ফ্র্যাঞ্চাইজির নির্বাচনের পাশাপাশি, প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দলগুলো তাদের রোস্টার চূড়ান্ত করবে এবং এই বছরের টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিটি দল নতুন শক্তি ও পরিকল্পনা নিয়ে মাঠে নামবে।


