বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচের পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন মোহাম্মদ সালাহউদ্দিন। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দীর্ঘমেয়াদে চুক্তি থাকা সত্ত্বেও মাত্র এক বছরের মাথায় পদত্যাগের এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আসন্ন আয়ারল্যান্ড সিরিজ হতে যাচ্ছে সালাহউদ্দিনের শেষ আস্যাইনমেন্ট।
ক্রিকেট সংবাদভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, নিজের বর্তমান ভূমিকায় অসন্তুষ্ট হওয়ায় ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে আজ বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পদত্যাগপত্র জমা দেবেন।
ক্রিকবাজকে সংক্ষিপ্ত বক্তব্যে সালাহউদ্দিন কেবল ‘হ্যাঁ, আমি পদত্যাগ করছি’ বলে নিশ্চিত করেছেন, তবে এর চেয়ে বেশি কিছু জানাতে চাননি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, পদত্যাগপত্রে সালাহউদ্দিন লিখেছেন, এখন আর নিজের ভূমিকায় কাজ করে তিনি আনন্দ পাচ্ছেন না।
সালাহউদ্দিনের এই পদত্যাগের সিদ্ধান্ত এমন এক সময়ে যখন বিসিবি আয়ারল্যান্ড সিরিজের জন্য মোহাম্মদ আশরাফুলকে নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। আগামীকাল ৬ নভেম্বর আয়ারল্যান্ড দল বাংলাদেশ সফরে আসছে। এই সফরে তারা দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ১১ নভেম্বর সিলেটে প্রথম টেস্ট ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে।
এদিকে প্রায় ২০ বছরের কোচিং অভিজ্ঞতা নিয়ে মোহাম্মদ সালাহউদ্দিন ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত জাতীয় দলের সহকারী ও ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরে তিনি ২০১০-১১ সালে বিসিবি ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে স্পেশালিস্ট কোচ হিসেবে কাজ করেন।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও ক্রিকেট অস্ট্রেলিয়া লেভেল-৩ কোচিং স্বীকৃতিপ্রাপ্ত সালাহউদ্দিনকে বাংলাদেশের সবচেয়ে সফল দেশীয় কোচদের একজন হিসেবে বিবেচনা করা হয়। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে একাধিক দলকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন।

