মানিকগঞ্জে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬১ হাজার ৫০০ টাকা।
বুধবার (৫ নভেম্বর) বেলা ১১ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মুহাম্মদ রফিকুল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শিবালয় উপজেলার দশচিরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আজাদ শিকদার (৪০), মো. সেলিম শিকদার (৩৫), মো. রাজু আহমেদ (২০) এবং মো. কবির হোসেন (৩০)।
অভিযানকালে আজাদের কাছ থেকে ১০০ পিস, সেলিমের কাছ থেকে ৫০ পিস, রাজুর কাছ থেকে ৩০ পিস এবং কবিরের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


