ঢাকা বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫

গাজীপুরে জীবিত ঘোড়া ও জবাই করা ঘোড়ার মাংস উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ১০:৩৪ এএম
উদ্ধার করা ঘোড়ার মাংস। ছবি: রূপালী বাংলাদেশ

গাজীপুরের হায়দ্রাবাদ এলাকা থেকে বিপুলসংখ্যক জীবিত ঘোড়া এবং জবাই করা ঘোড়ার মাংস উদ্ধার করেছে র‍্যাব। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে র‍্যাব-১ এর একটি দল অভিযান চালিয়ে ঘোড়ার মাংস জব্দ করে।

ভেতরে নিষিদ্ধভাবে ঘোড়া জবাই হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, অভিযুক্ত শফিকুল ইসলাম বাইরে থেকে ঘরটি তালাবদ্ধ করে ভেতরে ঘোড়া জবাই করছিলেন। তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে কাউকে পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে ৩৭টি রোগাক্রান্ত জীবিত ঘোড়া এবং প্রায় ৫ মণ ঘোড়ার মাংস জব্দ করা হয়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন র‍্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ এবং ভেটেরিনারি সার্জন এসএম হারুনুর রশিদসহ প্রশাসনের অন্য কর্মকর্তাবৃন্দ।