বগুড়ার ধুনটে মাদক সেবনের টাকা না দেওয়ায় বাবা-মাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১২ মে) দুপুরে নির্যাতনের শিকার বাবা কোরবান আলী বাদী হয়ে থানায় মামলা করেন। এরপর অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ঘটনাটি ঘটেছে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আনারপুর-কচুগাড়ি গ্রামে। অভিযুক্ত ছেলের নাম সাইফুল ইসলাম (২৮)। তিনি ওই গ্রামের কোরবান আলীর ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। বিভিন্ন সময় তিনি ভয়ভীতি দেখিয়ে মা-বাবার কাছ থেকে টাকা নিয়ে মাদক সেবন করতেন। শনিবার (১১ মে) সকাল ৮টার দিকে তিনি তার বাবার কাছে ৩০ হাজার টাকা দাবি করেন। কিন্তু কোরবান আলী দিতে না চাইলে সাইফুল ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ধারালো অস্ত্র নিয়ে বাবা-মাকে হত্যার চেষ্টা করেন।
এ সময় কোরবান আলী প্রাণভয়ে পালিয়ে নিজেকে রক্ষা করেন। তবে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন মা মনোয়ারা খাতুন (৬৫)। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। সাইফুল ইসলামকে আটক করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।