ঢাকা শনিবার, ১৭ মে, ২০২৫

পাটগ্রামে ভুট্টা তুলতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশিত: মে ১৬, ২০২৫, ০৪:৪০ পিএম
প্রতীকী ছবি

লালমনিরহাটের পাটগ্রামে ভুট্টা তুলতে গিয়ে বজ্রপাতে আব্দুল করিম (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় তার ছেলে লেবু মিয়া আহত হন।

শুক্রবার (১৬ই মে) সকালে উপজেলার বাউরা ইউনিয়নের সফিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আব্দুল করিম বাউরা ইউনিয়নের সফিরহাট এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে। তিনি সফিরহাট বাজারে পান-সুপারির ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে ঘুম থেকে উঠে আব্দুল করিমসহ তার ছেলে লেবু মিয়া ভুট্টা খেতে যান। এ সময় আকাশে মেঘ জমে গেলে তিনি ও তার ছেলে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই আব্দুর করিমের মৃত্যু হয়।

এ ঘটনায় তার ছেলে লেবু মিয়া আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পাটগ্রাম থানার ওসি স্বপন কুমার সরকার বলেন, ‘ভুট্টা তুলতে গিয়ে আব্দুল করিমের মৃত্যু হয়েছে। তবে প্রাথমিক চিকিৎসা নিয়ে তার ছেলে লেবু মিয়া বাড়িতে এসেছেন। তিনি সুস্থ আছেন।’