রংপুর, রাজশাহী ও ময়মনিসংহ বিভাগসহ দেশের আরও কয়েক জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আভাস দেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ মে) রাতে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের উত্তর দিকের জেলাগুলোর ওপর দিয়ে আজ রাতে ব্যাপক কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। রাত সাড়ে ১০টা পর থেকে শনিবার সকাল ৬টার মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনিসংহ বিভাগের সব জেলায়, ঢাকা বিভাগের টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, ঢাকা, নরসিংদী এবং চট্টগ্রাম বিভাগের ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা জেলাগুলোর ওপর দিয়ে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ফেসবুক পেজে বলা হয়েছে, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, ময়মনসিংহ, পাবনা, নাটোর, জামালপুর, বগুড়া, শেরপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, গাইবান্ধা জেলার কিছু স্থানে রাত ২টার মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।