ঢাকা শনিবার, ১৭ মে, ২০২৫

টেকনাফে ৪৬ কোটি টাকার বিদেশি মাদক ধ্বংস

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১৬, ২০২৫, ০৭:২৫ পিএম
ছবি-সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযানে উদ্ধার করা সাড়ে ৪৫ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (১৬ মে) সকালে টেকনাফ বিসিজি স্টেশনে এসব ধ্বংস করা হয় বলে জানান কোস্ট গার্ডের পূর্ব জোনের টেকনাফ বিসিজি স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশিদ তানভীর।

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ছিল ৯ লাখ ৬ হাজার ৪৭০ পিস ইয়াবা ও ৬০ কেজি ৪০০ গ্রাম গাঁজা।

এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশিদ তানভীর বলেন, সরকারের ‘জিরো টলারেন্স নীতি’ বাস্তবায়নের অংশ হিসেবে ২৭ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল ২০২৫ পর্যন্ত কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনস্থ কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ, সেন্টমার্টিন ও শাহপরী আউটপোস্ট এলাকায় সমুদ্র উপকূলে পৃথক ১২টি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কোস্ট গার্ডের একক উদ্যোগ ও র‌্যাবের সমন্বয়ে প্রায় ৪৫ কোটি ৫০ লাখ টাকার ৯ লাখ ৬ হাজার ৪৭০ পিস ইয়াবা এবং ৬০ কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।