লালমনিরহাটের কালীগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইক চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় জেলার বিভিন্ন জায়গায় চুরি যাওয়া ব্যাটারি চালিত তিনটি ইজিবাইক উদ্ধার করা হয়।
সোমবার (১৯ মে) কালীগঞ্জ ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কালীগঞ্জ উপজেলার রবিউল ইসলাম (২৫), মোশারফ হোসেন (৩৩) অন্য জন হলেন হাতীবান্ধা উপজেলার বাসিন্দা জাহিদুল হক (৩২)।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি কালীগঞ্জ উপজেলার শুকানদিঘী বাজার থেকে ব্যটারিচালিত একটি ইজিবাইক চুরি হয়ে যায়। এ ঘটনায় অটোচালক কালীগঞ্জ থানায় একটি চুরির মামলা দায়ের করেন।
এ বিষয়ে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাদ আহমেদ বলেন, ইজিবাইক চুরি সংক্রান্ত লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। এ ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।