সম্প্রতি চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা। এরই মধ্যে বাংলাদেশি জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর কলকাতা সফর বাতিল করাকে ঘিরে নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে।
ভারতের দুটি জনপ্রিয় সংবাদমাধ্যম- ‘নিউজ ১৮ বাংলা’ এবং ‘টিভি ৯ বাংলা’ দাবি করেছে, রোববার কলকাতায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল চঞ্চলের।
তবে ঢাকায় সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষাপটে গ্রেপ্তারের আতঙ্ক থেকেই তিনি শেষ মুহূর্তে সফর বাতিল করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শুধু চঞ্চলই নন, একই আতঙ্কে রয়েছেন অপু বিশ্বাস ও জ্যোতিকা জ্যোতির মতো আরও কিছু তারকাও এমন দাবি করা হয়েছে সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে।
‘টিভি ৯ বাংলা’ আরও জানিয়েছে, চঞ্চলের কলকাতা সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যদিও এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে সফর বাতিলের পেছনে ব্যক্তিগত কারণও থাকতে পারে বলে প্রতিবেদনে আভাস দেওয়া হয়েছে।
উল্লেখ্য, চঞ্চল চৌধুরী ওপার বাংলায়ও সমান জনপ্রিয়। তার অভিনীত ‘হাওয়া’, ‘তুফান’ কিংবা সৃজিত মুখার্জির ‘পদাতিক’-এ মৃণাল সেন চরিত্রে তার অসাধারণ অভিনয় দুই বাংলার দর্শকেরই মন জয় করেছে।
চঞ্চল চৌধুরীর কলকাতা সফর বাতিলের পেছনে যে আইনি জটিলতা থাকতে পারে, সে আশঙ্কার পেছনে কিছু বাস্তবতা রয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলায় চঞ্চল চৌধুরীসহ ২০১ জনকে আসামি করা হয়েছে।
মামলায় আরও রয়েছেন ১৩ জন অভিনয়শিল্পী, সাংবাদিক, শিক্ষক ও অন্যান্য পেশার মানুষ।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হওয়া একটি মিছিল পরীবাগ এলাকায় পৌঁছালে হামলার শিকার হয়। এতে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ গুরুতর আহত হন। বাদী এম এ হাশেম রাজু এই হামলার জন্য চঞ্চল চৌধুরীসহ অন্যদের দায়ী করেন।
বর্তমানে মামলাটি তদন্তাধীন এবং আদালত শাহবাগ থানাকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
এ পর্যন্ত অভিনেতা চঞ্চল চৌধুরীর পক্ষ থেকে তার কলকাতা সফর বাতিল কিংবা মামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।