নিউ ইয়র্কের ব্যস্ত রাস্তায় টম হল্যান্ড আর জেনডায়া, কিন্তু আসলে জায়গাটা গ্লাসগো! স্কটল্যান্ডের প্রাণকেন্দ্র এখন ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার শুটিং স্পট। বোথওয়েল স্ট্রিটে লাল-নীল আমেরিকান পতাকা, ম্যানহাটনের সড়ক চিহ্ন। সব মিলিয়ে যেন চোখ ধাঁধানো এক হলিউডি মোড়ক!
মূলত কর-সুবিধা ও তুলনামূলক কম ব্যয়ের কারণে বহুদিন ধরেই স্কটল্যান্ডের শহরগুলো হলিউডের প্রিয় শুটিং স্পট হয়ে উঠেছে। গ্লাসগোর শহর কাঠামো অনেকটাই নিউ ইয়র্কের পুরনো ব্লকের মতো হওয়ায়, সেট বানাতে খরচ কম পড়ে এবং বাস্তবের কাছাকাছি ভিজ্যুয়াল পাওয়া যায় - এই জন্যই এবার নিউ ইয়র্কের গল্প বলা হচ্ছে গ্লাসগোর মাটিতে দাঁড়িয়ে!
১ আগস্ট থেকে শুরু হচ্ছে এই ব্লকবাস্টার ছবির দৃশ্যধারণ। টম হল্যান্ডের পিটার পার্কার ফিরে আসছে আবার, তার সঙ্গে থাকছেন জেনডায়াও। আর পরিচালনায় আছেন ‘শ্যাং চি’-খ্যাত ডাস্টিন ড্যানিয়েল ক্রেটন।
তবে শুটিংয়ের আগেই নজর কেড়েছেন এক অন্যরকম ‘স্পাইডারম্যান’। স্কটল্যান্ডের স্থানীয় বাসিন্দা অ্যান্ড্রু ম্যাকইনেস - যিনি পরিচিত ‘গ্লাসগোর স্পাইডারম্যান’ কিংবা ‘ড্যাফ্ট স্পাইডি’ নামে!
শহরের মানুষ এখন অপেক্ষায়, যদি শুটিংয়ে টম হল্যান্ড কিংবা জেনডায়ার দেখা মেলে হঠাৎ করেই। তবে যতক্ষণ না সেট হচ্ছে ক্যামেরা, ততক্ষণ গ্লাসগোর রাস্তায় সবার নজর কাড়ছেন আমাদের নিজস্ব ‘ড্যাফ্ট স্পাইডি’।
জানা গেছে, শহরের প্রায় ৬০টি রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে শুটিং চলাকালীন। বাস-ট্যাক্সি লেনেও প্রভাব পড়বে, এমনকি কোনও কোনও সময় বন্ধ থাকবে পথচারীদের চলাচলও। শুটিং চলবে প্রায় দুই সপ্তাহ।