ঢাকা শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫

মাইকে ছোট ভাইয়ের সঙ্গে মারামারি করার ঘোষণা বড় ভাইয়ের

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৯:০২ এএম
মাইকিং করে ছোট ভাইয়ের সঙ্গে জুমার নামাজের পর মারামারি করার ঘোষণা দিচ্ছেন বড় ভাই। ছবি- সংগৃহীত

জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে ছোট ভাইয়ের সঙ্গে মারামারি করতে মাইক দিয়ে ঘোষণা দিয়েছেন বড় ভাই। গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় ঘটেছে এ ঘটনা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বৈরীহরিণমারী গ্রামের মৃত আব্দুল হোসেনের ছেলে আব্দুল কদ্দুস মিয়া বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে রিকশায় করে গোটা গ্রামে মাইক দিয়ে ঘোষণা দিয়ে জানান, শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজের পর নিজেদের পানের বরজ এলাকায় ছোট ভাই হাবিজার সঙ্গে মারামারি করবেন। এমন ঘোষণার ভিডিও সমাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

স্থানীয় হামিদা খাতুন বলেন, জুমার নামাজের পর ছোট ভাই হাবিজারের সঙ্গে কুদ্দুস ভাই মারামারি করবেন, সে ঘোষণা আমরা শুনেছি।

এ বিষয়ে জানতে চাইলে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলি ভুট্টু বলেন, খবর পেয়ে বড় ভাই আব্দুল কুদ্দুস মিয়াকে থানায় ডেকে নেওয়া হয়েছে। তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর রাখা হচ্ছে।