ঢাকা বুধবার, ২১ মে, ২০২৫

আইপিএলে ভেন্যু পরিবর্তন, ফাইনাল হবে না ইডেন গার্ডেনে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ২০, ২০২৫, ০৮:৩৪ পিএম
ছবি : সংগৃহীত

ভারত ও পাকিস্তানের সামরিক সংঘাতের কারণে এক সপ্তাহের বেশি সময় স্থগিত থাকার পর গত ১৭ মে থেকে আবার শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। 

তবে যুদ্ধবিরতির পর কেবল অবশিষ্ট লিগপর্বের সূচি ঘোষণা করা হয়েছিল। প্লে-অফ ও ফাইনালের ভেন্যুতে পরিবর্তনের সম্ভাবনার কথা জানানো হয়েছিল, অবশেষে তাই হলো। কলকাতার ইডেন গার্ডেন থেকে সরিয়ে নেওয়া হয়েছে ফাইনাল।

মূলত প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টির শঙ্কায় কয়েকটি ম্যাচের পূর্বনির্ধারিত ভেন্যু বদলানো হয়েছে। লিগপর্বে আগামী ২৩ মে বেঙ্গালুরুতে স্বাগতিক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হওয়ার কথা থাকলেও, সেই ম্যাচটি দক্ষিণ ভারতের লখনৌতে সরিয়ে নেওয়া হয়েছে।

ফলে হায়দরাবাদ ও লখনৌ সুপার জায়ান্টসের (২৭ মে) বিপক্ষে বিরাট কোহলির বেঙ্গালুরুকে তাদের শেষ দুটি ম্যাচ ঘরের বাইরে, লখনৌয়ের একানা স্টেডিয়ামে খেলতে হবে।

২৩ মে-র ম্যাচটি খেলতে হায়দরাবাদ দলের বেঙ্গালুরুতে উড়াল দেওয়ার কথা থাকলেও পরিবর্তিত সূচিতে তাদের লখনৌতেই অবস্থান করতে হচ্ছে। 

বেঙ্গালুরুর আবহাওয়া-বিষয়ক বিভাগ পূর্বাভাসে জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত প্রদেশটিতে ‘ঝোড়ো থেকে আরও ঝোড়ো বৃষ্টিপাতের’ সম্ভাবনা রয়েছে। 

এর আগে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বেঙ্গালুরুর সর্বশেষ হোম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল এবং ওই সময় থেকে ওই প্রদেশের বেশ কিছু অঞ্চলে এখনো পানি জমে আছে।

এদিকে, প্লে-অফের চারটি ম্যাচের ভেন্যুও পুনঃনির্ধারিত হয়েছে। ২৯ মে চণ্ডিগড়ের মুল্লানপুরে হবে প্রথম প্লে-অফ ম্যাচ। পরদিনই একই মাঠে হবে এলিমিনেটর ম্যাচ। এরপর ১ জুন দ্বিতীয় কোয়ালিফায়ার এবং আসরের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ফাইনাল আয়োজন করবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। 

এর আগের সূচি অনুযায়ী আসরের চূড়ান্ত চারটি ম্যাচই হায়দরাবাদ ও কলকাতায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।