ঢাকা বুধবার, ২১ মে, ২০২৫

রাজস্থানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে চেন্নাই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ২০, ২০২৫, ০৭:৫৪ পিএম
ছবি-সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৬২তম  ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে ধোনির চেন্নাই সুপার কিংস।

মঙ্গলবার (২০ মে) দিনের একমাত্র খেলায় টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। টস হেরে প্রথমে ব্যাট করছে চেন্নাই সুপার কিংস।

আজকের ম্যাচটি এবারের আইপিএলে রাজস্থানের শেষ ম্যাচ। ১৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তারা আছে নবম স্থানে। অন্যদিকে, ১২ ম্যাচে সমান ৬ পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় চেন্নাই আছে দশম স্থানে।

 

আজকের ম্যাচে চেন্নাই জিতলে রাজস্থানকে তলানিতে ঠেলে দেবে। দুই দলেরই প্লে-অফের আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবে আগ্রহ কম থাকার কথা থাকলেও ধোনি ও সূর্যবংশীর মুখোমুখি হওয়া ম্যাচটিকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।