স্বামীর প্রতি ক্ষোভ ও অভিমানে ঝালকাঠি আদালতে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছেন এক গৃহবধূ। আদালত পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।
রোববার (২৫ মে) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।
ওই গৃহবধূর নাম নুসরাত জাহান। তিনি ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়া গ্রামের শাহ আলমের মেয়ে।
আদালত সূত্রে জানা যায়, নুসরাত জাহান গত ১৭ মার্চ যৌতুকের দাবিতে মারধরের অভিযোগে স্বামী আল-আমিন হাওলাদারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নলছিটি থানায় মামলা করেন। এরপর পুলিশ আল-আমিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
রোববার মামলার জামিন শুনানির দিন ছিল। শুনানিকালে স্বামী আল-আমিন আদালতে স্ত্রী হিসেবে নুসরাতকে অস্বীকার করেন। এতে ক্ষোভে ও অভিমানে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে স্বামীর সামনেই নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেন তিনি।
এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে বাধা দেন এবং উদ্ধার করেন। এরপর কিছুক্ষণ আদালতের একটি কক্ষে বসিয়ে রেখে স্বজনদের কাছে তাকে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন আকন খোকন বলেন, ‘নুসরাত জাহান স্বামী আল-আমিনের বিরুদ্ধে মামলা করেছিলেন। কিন্তু আদালতে স্বামী যখন তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করেন, তখন তিনি গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন।’
ঝালকাঠি আদালতের পুলিশ পরিদর্শক পুলক চন্দ্র রায় বলেন, ‘আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা করা এক নারী গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেন। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে। কিছুক্ষণ পর তাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।’
আপনার মতামত লিখুন :