চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে।
জানা গেছে, গভীর রাতে চোরদের একটি দল পরিষদের ডিজিটাল সেন্টারের ভেন্টিলেটর কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা দুটি ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে যায়।
ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শওকত আকবর বলেন, ‘ল্যাপটপ ও নথিপত্র চুরির কারণে ডিজিটাল সেবা কার্যক্রম ব্যাহত হবে। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবি করছি।’
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, ‘কুসুমপুরা ইউনিয়ন পরিষদে চুরির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন