বৈরী আবহাওয়ায় দেশের দক্ষিণ-পূর্ব উপকূলের বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষে কুতুবদিয়া দ্বীপের বেড়িবাঁধ ভেঙে সাগরের পানি লোকালয়ে ঢুকে পড়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে অমাবস্যার জোয়ার স্বাভাবিকের চেয়ে ৪-৫ ফুট পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় আলী আকবর ডেইল বায়ু বিদ্যুৎ, তেলিপাড়া ও তাবালেরচর, কাহারপাড়া, আনিচের ডেইল, মলমচর, সতর উদ্দিনসহ কয়েকটি স্থান দিয়ে জোয়ারের নোনা জল লোকালয় প্লাবিত করে।
আলী আকবর ডেইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ খান চৌধুরী বলেন, ‘অমাবস্যা ও পূর্ণিমার সময় অতিরিক্ত জোয়ারের ফলে ভাঙা বাঁধ দিয়ে নোনা জল লোকালয়ে ঢুকে নষ্ট হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি।’
শুধু আলী আকবর ডেইল ইউনিয়নের ৩টি পয়েন্টে ভাঙনে বিলীন হচ্ছে অর্ধশত কোটি টাকার বায়ু বিদ্যুৎ-প্রকল্প। একই সঙ্গে অতি সন্নিকটে কবি জসীম উদ্দিন উচ্চবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনটিও রয়েছে মারাত্বক ঝুঁকিতে। তেলিকাটা, কাহারপাড়া, পন্ডিতপাড়ার অধিকাংশ ঘরবাড়ি, পুকুর, ভিটি ডুবে গেছে।
আলী আকবর ডেইল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আকতার কামাল বলেন, ‘পূর্ণ জোয়ার শুরু হলে তেলিপাড়া দিয়ে সাগরের পানি ভেতরে প্রবেশ করবে। গত বছরে জরুরি কাজ ফেলে ঠিকাদার পালিয়ে যায়। যে কারণে ভাঙন মেরামত শেষ হয়নি।’
তিনি আরও বলেন, ‘বিগত সরকারের আমলে সুপার ডাইক বেড়িবাঁধের স্বপ্ন দেখিয়ে উত্তর জোনে কাজ হলেও দক্ষিণজোনে কাজের কাজ কিছুই না হওয়ায় দ্বীপের একাংশ সাগরে তলিয়ে যাওয়ার উপক্রম এখন।’
স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী এলটন চাকমা বলেন, ‘শুধু আলী আকবর ডেইলে নয়, উপজেলার ৪০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ১০ কিলোমিটার বেড়িবাঁধ ভাঙন রয়েছে।’
তিনি ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠিয়ে বলে নিশ্চিত করেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন