ভোরের আলো ফুটতেই কুয়াশার চাদরে মোড়ানো রাজশাহী। সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ১৪ মিনিটে, তবে সকাল সাড়ে ৭টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি ঘন কুয়াশার আড়াল ভেদ করে। চারপাশ সাদা ধোঁয়াটে আবহে ঢেকে ছিল, বাতাসে ছিল শীতের হালকা ছোঁয়া।
রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টায় শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের গতকাল (রোববার) ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসের তুলনায় সামান্য কম। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত রাজশাহীতে কয়েক দফা বৃষ্টিপাত হয়েছে। তিন দিনে ৬০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে ছিল দমকা হাওয়া, যা থেমে যাওয়ার পর থেকেই ভোরবেলা পড়ছে ঘন কুয়াশা- এর মধ্যেই রাজশাহীবাসী পাচ্ছেন শীতের আগমনী অনুভূতি।
রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ‘কয়েকদিন আগে বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির পর সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে। সকালে কুয়াশা পড়ছে- এটা শীতের বার্তা দিচ্ছে।’
দিনের বেলায় এখনো তাপমাত্রা তুলনামূলক উষ্ণ থাকলেও ভোর ও রাতের দিকে বাড়ছে ঠান্ডা অনুভূতি।
আবহাওয়াবিদদের মতে, এই প্রবণতা অব্যাহত থাকলে চলতি সপ্তাহের শেষ দিকেই রাজশাহীতে শীতের আনুষ্ঠানিক আগমন ঘটতে পারে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন