মাদারীপুরের শিবচরে ইজিবাইক চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পর্শ হয়ে এক চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) সকালে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাদশাকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আবু সালাম (৪২)। তিনি পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন।
স্থানীয়রা সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আবু সালাম সকালে নিজ বাড়ির পাশে একটি ছোট ঘরে ইজিবাইকটি চার্জে দেন। সকাল ছয়টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনে পরিবারের সদস্যরা দৌঁড়ে গিয়ে দেখেন তার শরীর দিয়ে ধোঁয়া বের হচ্ছে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েছেন।
এ সময় সঙ্গে সঙ্গে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর থানার ওসি রতন শেখ জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা যাওয়ার খবর শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ধরনের দুর্ঘটনা এড়াতে ইলেকট্রিক চার্জিং ব্যবস্থায় আরও সতর্কতা ভাবে অবলম্বন করা জরুরি বলে জানিয়েছে এলাকাবাসী।
আপনার মতামত লিখুন :