জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘ফ্যাসিবাদ পালিয়েছে, কিন্তু জুলুম থেকে বাংলাদেশ এখনো মুক্ত হয়নি।’
বুধবার (২ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের উত্তর তেমুহনী এলাকায় অসহায়দের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জামায়াতের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা জামায়াত এই আয়োজন করে।
ড. রেজাউল করিম বলেন, ‘আমরা জুলাই শহীদদের বীর হিসেবে স্মরণ করতে চাই। আমরা তাদের স্মরণ করতে চাই একটি দুর্নীতি ও দুঃশাসনমুক্ত ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জালিমের কবল থেকে মুক্তি পেলেও এখনো চাঁদাবাজি, লুটপাট, অপসংস্কৃতি এবং জুলুম থেকে মুক্ত হয়নি। আমাদের আফনান, ওসমান ও কাউছারদেরকে হত্যা করে খুনীরা পালিয়েছে। কিন্তু বিচার এখনো হয়নি, ইনসাফ প্রতিষ্ঠিত হয়নি।’
শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে রেজাউল করিম বলেন, ‘শহীদদের মা-বাবা আমাদের কাছে কিছু চান না, তারা কেবল ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানের বাস্তবায়ন দেখতে চান। শহীদদের রক্তের ঋণ রেখে কেউ যেন আবার চাঁদাবাজি ও লুণ্ঠনের রাজনীতি করতে না পারে, সেই বাংলাদেশ আমরা চাই না।’
বক্তব্যে তিনি ফ্যাসিবাদমুক্ত ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাছির উদ্দিন মাহমুদ, শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান, নায়েবে আমীর জহিরুল ইসলাম ও সেক্রেটারি হারুনুর রশীদ প্রমুখ।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন