এক দফা দাবিতে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা ব্লকেড কর্মসূচি পালন করেছেন। ফলে নগরীর রহমতপুর বাইপাস মোড় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে কলেজের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা সড়কে ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
এতে ময়মনসিংহ-টাঙ্গাইল, ময়মনসিংহ-জামালপুর, ঢাকা-ময়মনসিংহ সড়কে সব ধরনের যানবাহন বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মাঝেও তারা আন্দোলন চালিয়ে যান। ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কার আন্দোলনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কাঠামো বাতিল করে বিআইটির আদলে স্বতন্ত্রতা নিশ্চিত করার এক দফা দাবি জানিয়ে শিক্ষার্থীরা শ্লোগান দেন।
বাসযাত্রী আকন্দ বিশ্বাস বলেন, ‘দীর্ঘক্ষণ ধরে বাস বন্ধ অবস্থায় রয়েছে। এতে আমরা চরম ভোগান্তিতে পড়েছি। আমাদের ভোগান্তির কথা চিন্তা করে শিক্ষার্থীদের সড়ক থেকে সরে যাওয়া উচিত বলে মনে করি।’
আন্দোলনরত শিক্ষার্থী আল আমিন বলেন, বিআইটি গঠনের দাবিতে দুই মাস ধরে আন্দোলন করে এলেও ওপর মহল আমাদের দাবিকে কর্ণপাত করছে না। আমরা যুক্তিসংগত দাবি আদায়ে আন্দোলন করছি। সড়কে আন্দোলনের কারণে যাত্রীরা সাময়িক ভোগান্তিতে পড়ায় আমরা দুঃখ প্রকাশ করছি।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১৮ মে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ধ্রুবজিৎ কর্মকার (২৩) চলমান শিক্ষাব্যবস্থাকে দায়ী করে আত্মহত্যা করেন।
এ ঘটনার পর ২০ মে থেকে সব শিক্ষার্থী অ্যাকাডেমিক কম্বাইন্ড সিস্টেম বাতিলের দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছেন।
আপনার মতামত লিখুন :