কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের চরতেরটেকিয়া মৌজা উচ্চ বালিকা বিদ্যালয়, যেখানে গত বছর এসএসসি পরীক্ষায় সব শিক্ষার্থী ফেল করেছিল-এবার সেই বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। শুধু তা-ই নয়, এদের মধ্যে একজন জিপিএ-৫ পেয়ে তাক লাগিয়েছে।
২০২৪ সালে বিদ্যালয়টির ৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছিল। এই ফলাফল এলাকায় ব্যাপক হতাশা ও ক্ষোভ তৈরি করেছিল। সেই ব্যর্থতা কাটিয়ে চলতি বছর নতুন ইতিহাস গড়েছে প্রতিষ্ঠানটি।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে আটজন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছয়জন বিজ্ঞান বিভাগ এবং দুজন মানবিক বিভাগ থেকে। সবাই কৃতিত্বের সঙ্গে পাস করেছে এবং বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী পেয়েছে জিপিএ-৫।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন বলেন, ‘গতবারের ফলাফল আমাদের জন্য মানসিকভাবে কঠিন ছিল। তবে সেখান থেকে শিক্ষা নিয়ে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা একযোগে পরিশ্রম করেছেন। আল্লাহর রহমতে আমরা এবার শতভাগ পাসের পাশাপাশি একটি জিপিএ-৫ও অর্জন করেছি। আমরা সত্যিই আনন্দিত।’
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, ‘গত বছর ফলাফল খারাপ হওয়ায় আমরা শিক্ষক-শিক্ষিকাদের পাঠদানে আরও মনোযোগী হওয়ার নির্দেশ দিয়েছিলাম। তারা আন্তরিকতা ও পরিশ্রমের মাধ্যমে ভালো ফলাফল এনেছেন। এজন্য তাদের আন্তরিক অভিনন্দন জানাই।’
তিনি আরও বলেন, ‘যদি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা আন্তরিক হন, তবে যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই ইতিবাচক পরিবর্তন সম্ভব।’
এই সাফল্যে বিদ্যালয় চত্বরে বইছে উৎসবের আমেজ। শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী প্রত্যেকে এই সাফল্যে গর্বিত।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন