বাংলাদেশে বহু জাতিগোষ্ঠী আছে, সবাইকে স্বীকৃতি দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টায় বান্দরবানে পদযাত্রা শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশে বহু জাতিগোষ্ঠী রয়েছে, কিন্তু সংবিধানে সবাইকে সমান স্বীকৃতি দেওয়া হয়নি। মুজিববাদ নানা কায়দায় বিভাজন করে রেখেছে। আমরা বাংলাদেশপন্থার মধ্য দিয়েই নতুন বাংলাদেশ বিনির্মাণ করব।’
এ সময় আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, ‘বাংলাদেশে একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। পাহাড় ও সমতলের মানুষকে এক করে মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে।’
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘১৯৭২ সালের পর নানা জাতিসত্ত্বাকে স্বীকৃতি না দিয়ে সবাইকে বাঙালি বানানোর চেষ্টা করা হয়েছিল। পাহাড়কে অস্থিতিশীল করার চক্রান্তও করা হয়েছে। এই বিভাজন দূর করে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে হবে।’
সভায় বিশেষ অতিথি ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনীম জারা, যুগ্ম সচিব নাহিদা সরোয়ার নিভা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, এনসিপির অঞ্চল তত্ত্বাবধায়ক ও যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ প্রমুখ।
বান্দরবানের প্রধান সমন্বয়কারী মো. শহীদুর রহমান সোহেল বলেন, ‘জাতীয় নেতাদের আগমনে এনসিপি বান্দরবানে আরও শক্তিশালী হবে।’
আপনার মতামত লিখুন :