জুলাই পুনর্জাগরণ উদযাপনের অংশ হিসেবে নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনী, অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা। শনিবার (২ আগস্ট) বেলা ১১টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও মহিলা বিষয়ক অধিদপ্তর, নওগাঁর সহযোগিতায় এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মাহফুজ আলম শ্রাবণের মা বেবি নাজনীন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী ফজলে রাব্বী, আন্দোলনে সন্তানদের অনুপ্রেরণা দেওয়া মায়েদের মধ্যে তাসলিমা ফেরদৌস ও নূর তাজসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে মায়েদের অসামান্য ভূমিকার কথা তুলে ধরেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, ‘জুলাই-আগস্টের গণ-আন্দোলনে মায়েদের অবদান অনস্বীকার্য। অনেক সময় মায়েদের সামনে থেকেই সন্তানদের ধরে নিয়ে যাওয়া হয়েছে। মা জানতেন না, তার সন্তান ফেরত আসবে কিনা। তবুও তারা অন্যায়ের বিরুদ্ধে সন্তানদের সাহস যুগিয়েছেন, সমর্থন দিয়েছেন এবং প্রয়োজন হলে নিজেরাও আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। অনেক মা আন্দোলনকারীদের আশ্রয় দিয়েছেন, খাবার জুগিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘পুরুষতান্ত্রিক সমাজে নারীদের সমান মর্যাদা ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাহলেই আমরা একটি বৈষম্যহীন সমাজ গড়তে পারব।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং তাদের অনুপ্রেরণাদানকারী সাহসী মায়েরা।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন