সোমবার, ০৪ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ১২:৩৬ পিএম

রাণীশংকৈলে সেনাবাহিনীর অভিযানে দুই চাঁদাবাজ আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ১২:৩৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় যানবাহন থেকে চাঁদা আদায়ের সময় দুই চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের থানায় সোপর্দ করা হয়।

শুক্রবার (২ আগস্ট) দুপুরে রাণীশংকৈল উপজেলার মাদ্রাসা মোড় এলাকায় ট্রাক থামিয়ে চাঁদা আদায় করছিল দুই যুবক। এ সময় রাণীশংকৈল সেনা ক্যাম্পের কমান্ডার মেজর নাঈমের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন- ভান্ডারা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রাজু মিয়া (২৬) এবং দোশিয়া রাজবাড়ি এলাকার আইনুল হকের ছেলে আনোয়ার হোসেন ওরফে ছোটুন (২৭)। তাদের কাছ থেকে চাঁদার রশিদসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে পৌরসভার নামে লোড-আনলোড এবং ট্রাক-ট্যাংকলড়ি থেকে চাঁদা আদায় করছিল। যদিও পৌর প্রশাসক কর্তৃক এসব চাঁদা আদায় বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরও তারা গোপনে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছিল।

এ বিষয়ে ট্রাক-ট্যাংকলড়ি মালিক-শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বলেন, ‘আটক দুজন সংগঠনের নামে চাঁদা আদায় করলেও বর্তমানে আমাদের পক্ষ থেকে কোনো চাঁদা আদায় হচ্ছে না। তারা সংগঠনকে না জানিয়েই এসব করছিল, তাই সংগঠন কোনোভাবেই দায়ী নয়।’

রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, ‘আটক দুজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

সেনা ক্যাম্প কমান্ডার মেজর নাঈম বলেন, ‘চাঁদাবাজির বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চলমান থাকবে। এলাকাবাসীর নিরাপত্তা ও স্বস্তির জন্য সেনাবাহিনী সর্বদা তৎপর রয়েছে।’

Shera Lather
Link copied!