নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুর এলাকায় অভিযান চালিয়ে ৭২ কেজি গাঁজাসহ দুই মাদককারবারীকে আটক করেছে র্যাব-১১। (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মদনপুর এলাকায় একটি বিশেষ অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. সোহেল আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন- আটক মো. ইমরান পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে। অন্যজন মো. আসাদুল্লাহ, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চরমধুয়া এলাকার বাসিন্দা আহসানুল্লাহর ছেলে।
র্যাব-১১ জানায়, এ অভিযানে তাদের গ্রেপ্তারসহ একটি মাদক টানার পরিবহন ও একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
র্যাব-১১ আরও জানায়, আটককৃত ইমরান ও আসাদুল্লাহ পরস্পরের যোগসাজশে কুমিল্লা জেলা থেকে বিশেষ কৌশলে ৭২ কেজি গাঁজা সংগ্রহ করে প্রাইভেটকারে করে নিয়ে যাচ্ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধ মাদকদ্রব্য পরিবহন ও বিক্রয়ের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে এই ব্যবসার সঙ্গে জড়িতের কথা শিকার করেছে। মো. ইমরান ছিলেন গাড়ির চালক এবং আসাদুল্লাহ ছিলেন যাত্রী হিসেবে গাঁজা বহনের সঙ্গে জড়িত।
র্যাব জানায়, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :