নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ১০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। ২ জুন রবিবার রাতে সিদ্ধিরগঞ্জ সানারপাড় ফুট ওভার ব্রিজের নিচ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো- মোঃ আলমগীর হোসেন (৩০) মোঃ কাউসার (২৭) পুলিশ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে আসামিদের আটক করে।
জানা গেছে, তারা সবাই সক্রিয় মাদক কারবারি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আবুবকর সিদ্দিক জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন