ঠাকুরগাঁও-পাটিয়াডাঙ্গী সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা লেগে আবু সাইদ (৪৬) নামে এক বিএনপিকর্মীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও জেলা বিএনপির সদস্য হাজি রিপন আহত হয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১৬ আগস্ট) রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাইদ রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা গ্রামের আবু বক্করের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিএনপির দলীয় কাজে শহরে আসার পর রাত সোয়া ১২টার দিকে তারা মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। খড়িবাড়ি স্কুলের দক্ষিণে দুর্গা মন্দিরের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে।
দুর্ঘটনার পর দুজনই ঘটনাস্থলে পড়ে ছিলেন। ভোরে একজন মরিচ বিক্রেতা তাদের উদ্ধার করেন।
আহত হাজি রিপন জানিয়েছেন, দুর্ঘটনার পর আমরা দুজনে পড়ে ছিলাম, উঠতে পারছিলাম না। প্রায় দুই ঘণ্টা পর কথা বলেছি।
রুহিয়া থানার ওসি একে এম নাজমুল কাদির দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন