ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের শ্রীনগরে ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় দ্রুতগতির প্রাইভেটকার উল্টে তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ বলেন, ‘মাওয়া থেকে ঢাকাগামী লেনে প্রাইভেটকারটি অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দুর্ঘটনার কারণ তদন্তে কাজ করছে।
এ দুর্ঘটনার ফলে প্রায় এক ঘণ্টা এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত হয়। পরে উদ্ধার তৎপরতা শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনার হার দিনদিন বাড়ছে। বিশেষজ্ঞরা চালকদের সচেতনতা, স্পিড লিমিট মেনে চলা এবং ট্রাফিক আইনের কঠোর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন