ঢাকা শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ: একই পরিবারের শিশুসহ দগ্ধ ৯

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ০৯:১৮ এএম
ছবি- সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের সবাইকে বর্তমানে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন।

দগ্ধ ব্যক্তিরা হলেন- আসমা বেগম (৩৫), তানজিল ইসলাম (৪০), তিশা (১৭), আরাফাত (১৫), হাসান (৩৫), মুনতাহা (১১), জান্নাত (৪), ইমাম উদ্দিন (১ মাস) ও সালমা বেগম (৩২)।

তাদের হাসপাতালে নিয়ে আসা দগ্ধ হাসানের ছোট ভাই রকিবুল জানান, ‘আমার বড় ভাই ও তার ভাইয়েরা ভাই দিনমজুরের কাজ করতো। দাদা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার আধা সেমি পাকা একটি বাসায় দুই পরিবার নিয়ে বসবাস করেন। গত রাত সাড়ে তিনটার দিকে তাদের ঘরে লাইনের গ্যাস থেকে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমার ভাই ,ভাবি ও তাদের শিশু সন্তান এবং আমার বিয়াই এর স্ত্রী ও সন্তান সহ মোট নয় জন দগ্ধ হয়। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাদেরকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।’

জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, ‘আজ সকালের দিকে নারায়ণগঞ্জ থেকে শিশু ও নারীসহ দুই পরিবারের মোট নয়জনকে দগ্ধ অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের ড্রেসিং চলতে থাকায় এই মুহূর্তে দগ্ধের পরিমাণ নির্ণয় করা সম্ভব হচ্ছে না।’