আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপি তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।
রোববার (২৪ আগস্ট) বিকেল ৫টায় নগরীর কেডিএ এভিনিউস্থ তেঁতুলতলা মোড়ে সোনাডাঙ্গা থানা বিএনপির কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।
তিনি বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করে। দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিতে হলে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এখন গণতন্ত্রকে নির্বাসন থেকে ফিরিয়ে আনার সময় এসেছে।
তিন দিনের কর্মসূচি
১ সেপ্টেম্বর: বিকেল সাড়ে ৩টায় নগরীর কেডিএ এভিনিউ তেঁতুলতলা মোড়ে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
২ সেপ্টেম্বর: খুলনার বিভিন্ন থানায় বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি।
৩ সেপ্টেম্বর: বিকেল ৩টায় পল্লীমঙ্গল স্কুল মাঠে প্রীতি ফুটবল ম্যাচ।
সভায় কর্মসূচি সফল করতে বিএনপি ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।
সভা পরিচালনা করেন আসাদুজ্জামান মুরাদ। এতে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, অ্যাড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, জাফরউল্লাহ খান সাচ্চু, শেখ মোশাররফ হোসেন, আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সারসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জাসাস ও অন্যান্য সহযোগী সংগঠনের শতাধিক নেতা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন