গাজীপুরের শ্রীপুরে এক ব্যবসায়ীকে আটক করার প্রতিবাদে র্যাবের গাড়ি আটকে শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কের বরামা চৌরাস্তায় বিক্ষোভ করেছে স্থানীয়রা। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা পৌনে এক ঘণ্টা পর সড়ক থেকে সরে যায়।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের র্যাব সদস্যরা মোশারফ হোসেন নামের ওই ব্যবসায়ীকে অস্ত্রসহ আটক করে। স্থানীয়দের অভিযোগ, র্যাব তাদের গাড়িতে অস্ত্র এনে মোশারফকে ফাঁসিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শ্রীপুরের বরামা চৌরাস্তার অটোরিকশা গ্যারেজ ব্যবসায়ী মোশারফ হোসেন তার দোকানে ছিলেন। এ সময় র্যাব সদস্যরা দুটি গাড়িতে এসে দোকানে ঢুকে মোশারফকে অস্ত্রসহ আটক করার কথা জানান। স্থানীয়রা অভিযোগ করেন, র্যাবের গাড়িতে অস্ত্র এনে তাকে ফাঁসানো হয়েছে। তবে অস্ত্রের ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা আরও জানান, জহিরুল ইসলাম লিটন নামে একাধিক মামলার আসামি শুক্রবার রাতে বরামা এলাকায় কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেন। এর প্রতিবাদে ওই দিন রাত তিনটা পর্যন্ত স্থানীয়রা বিক্ষোভ চালান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে তাদের সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
স্থানীয় ব্যবসায়ীরা দাবি করেছেন, জহিরুল ইসলাম লিটনের ষড়যন্ত্রের মাধ্যমে র্যাব সদস্যরা মোশারফ হোসেনকে আটক করেছেন। র্যাব সদস্য ও জহিরুল ইসলাম লিটনের বিচারের দাবিতে বিকেল পাঁচটা থেকে বিক্ষোভ চলছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘র্যাবের গাড়ি আটকে স্থানীয়দের বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন