কক্সবাজারের চকরিয়া পৌরসভার মগবাজার থেকে চিরিংগা কাঁচা বাজার রোড পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ সড়কটি বর্তমানে খানাখন্দে ভরে গেছে। গুরুত্বপূর্ণ এই সড়কে দীর্ঘ ছয় মাস ধরে কোনো ধরনের সংস্কার বা উন্নয়নমূলক কাজ হয়নি। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী ও চলাচলকারী সাধারণ মানুষ।
এই সড়ক ঘিরেই গড়ে উঠেছে অনেক গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা। সড়কটির পাশেই রয়েছে আদালত ভবন, উপজেলা পরিষদ, ভূমি অফিস, থানা, পৌরভবন, চকরিয়া মহিলা কলেজ, কোরক বিদ্যাপীঠসহ নানা প্রতিষ্ঠান।
স্থানীয়রা জানান, অনেক স্থানে সড়কের কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। ফলে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে এই গর্তগুলোতে পানি জমে সড়ক হয়ে উঠেছে আরও ঝুঁকিপূর্ণ।
গাড়ি চালকদের অভিযোগ, খানাখন্দের কারণে তাদের গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। অনেক সময় গাড়ি উল্টে দুর্ঘটনাও ঘটছে। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এ সড়কে।
সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, এত গুরুত্বপূর্ণ একটি সড়ক দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা কোনোভাবেই কাম্য নয়।
এ বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘দ্রুত রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। তবে বৃষ্টির কারণে আপাতত কাজ শুরু করা যাচ্ছে না।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন