ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশুসহ ১১ জনকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে বাঘাডাঙ্গা সীমান্ত সংলগ্ন একটি মেহগুনি বাগানের ভিতর থেকে ৩ জন পুরুষ, ৫ জন নারী ও ১ শিশুকে আটক করে বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা।
একই সময়ে খোশালপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা ভারত সীমান্ত সংলগ্ন এলাকা থেকে ১ নারী ও ১ পুরুষকে আটক করে।
জানা গেছে, আটককৃতরা ঢাকা, বাগেরহাট, নড়াইল ও যশোর জেলার বিভিন্ন উপজেলা থেকে এসেছেন।
মহেশপুর ৫৮ বিজিবির উপ-পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, আটককৃতদের মহেশপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন