মোবাইল ফোন না দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থী কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাটিরপাড় গ্রামের মহিন উদ্দিন (১২)।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে।
মৃত শিক্ষার্থীর নাম মহিন উদ্দিন (১২)। তিনি মনোহরগঞ্জ উপজেলার হাটিরপাড় গ্রামের মজিদুল ইসলাম ও নিলুপা বেগমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহিন হাটিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকায় মা নিলুপা বেগম অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। মহিন পড়াশোনা না করে পাড়ার দুষ্টু ছেলেদের সঙ্গে মিশে মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মা ছেলেকে পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য বকাঝকা করেন। এ সময় মহিন মোবাইল চায়, কিন্তু মা রাজি হননি। পরে পড়ার কথা বলে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয় সে।
পড়ার কোনো শব্দ না পেয়ে মা ঘরে গিয়ে দেখেন, ছেলে ঝুলছে। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে মহিনকে উদ্ধার করে মনোহরগঞ্জ উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, ‘মহিন নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আমরা এটিকে আত্মহত্যা হিসেবে দেখছি, তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন